About

ইডারুর গঠন : গোড়ার কথা

 

২০১০ সালের ২৯শে ও ৩০শে জানুয়ারী অর্থনীতি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সুবর্ণ জয়ন্তী বিপুল উৎসাহ- উদ্দীপনার  মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। সুবর্ণ জয়ন্তীতে অংশগ্রহণকারী বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ মতবিনিময় সভায় অতি সত্ত্বর বিভাগ ভিত্তিক একটি এ্যালামনাই এসোসিয়েশন গঠন করার জোর তাগাদা দেন। তার পরিপ্রেক্ষিতে রা: বি: অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর মো: মহসিন আলীকে আহ্বায়ক করে রাজশাহী শহরের কয়েকজন বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও অর্থনীতি বিভাগের বর্তমান শিক্ষকদের কয়েকজনকে নিয়ে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটি অর্থনীতি বিভাগ এ্যালামনাই এসোসিয়েশনের সদস্য হওয়ার জন্য দেশব্যাপী সদস্য সংগ্রহ অভিযান শুরুকরে। তারই ধারাবাহিকতায় গত ১৮ই মার্চ, ২০১১ অর্থনীতি বিভাগ এ্যালামনাই এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠানের জন্য অর্থনীতি বিভাগের প্রফেসর মো: রফিকুল ইসলামকে আহ্বায়ক করে সম্মেলন কনভেনিং কমিটি গঠন করা হয়। সম্মেলনে ইডারুর গঠনতন্ত্র প্রণয়ন ও কার্যনির্বাহী কমিটি গঠনের নিমিত্তে সদস্যদের পূর্বাহ্ণে অবহিত করে আমন্ত্রণ জানানো হয়।

 

১৮ই মার্চ, ২০১১, অর্থনীতি বিভাগ এ্যালামনাই এসোসিয়েশন, রা: বি: (ইডারু) এর সম্মেলন : যাত্রা হল শুরু

 

বিপুল  উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১৮ই মার্চ, ২০১১ ইডারুর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সাড়ে চার শতাধিক এ্যালামনাই সম্মেলনে রেজিষ্ট্রেশন করেন। এতদ্ব্যতীত প্রায় দেড়শত বর্তমান ছাত্র-ছাত্রী বিশেষ রেজিষ্ট্রেশন ফি দিয়ে সম্মেলনের বিজনেস সেশন ব্যতীত অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে। দিনব্যাপী এই সম্মেলনে  সকাল   ৮-৩০ টায়  অর্থনীতি বিভাগের সামনে থেকে সুদৃশ্য ব্যান্ডদলের মনোমুগ্ধকর বাদ্যের সাথে বিশাল র‌্যালী শুরু হয়।অংশগ্রহণকারীরা মাথায় সম্মেলন টুপি পরে র‌্যালী করে সম্মেলন স্থল কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় মিলনায়তনে যান।  সম্মেলন উপলক্ষে বিভাগের সামনে বিরাট ব্যানার ও প্রবেশপথে সুদৃশ্য  গেট স্থাপন করা হয়। সকাল  ৯ টায় সম্মেলনের উদ্বোধন পর্ব শুরু হয়  কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয়  মিলনায়তনে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড: এম. আব্দুস সোবহান প্রধান অতিথির আসন অলংকৃত করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ্‌ ও কোষাধ্যক্ষ তথা বিভাগের প্রাক্তন ছাত্র, শিক্ষক ও সভাপতি প্রফেসর এম. আব্দুর রহমান। বিভাগের সভাপতি প্রফেসর মো: মহসিন আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। কনভেনিং কমিটির আহ্বায়ক প্রফেসর এম. রফিকুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।

 

 এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগের প্রাক্তন ছাত্র, শিক্ষক ও সভাপতি তথা দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও বুদ্ধিজীবী প্রফেসর সনৎ কুমার সাহা, বিভাগের প্রাক্তন ছাত্র ও শিক্ষক, সভাপতি তথা রা: বি: এর প্রাক্তন উপ-উপাচার্য, বর্তমান অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর বিজনেস স্কুলের  ডীন প্রফেসর মু. আয্‌হার উদ্‌-দীন,  বিভাগের প্রাক্তন ছাত্র ও শিক্ষক ও দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও বি.আই.ডি.এস. এর ডিরেক্টর জেনারেল ড: মোস্তফা কামাল মুজেরী।বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ্‌ ও কোষাধ্যক্ষ প্রফেসর এম. আব্দুর রহমান উভয়েই অর্থনীতি বিভাগ এ্যালামনাই এসোসিয়েশনের শুভ যাত্রায় সাফল্য কামনা করেন। মাননীয় উপাচার্য প্রফেসর ড: এম. আব্দুস সোবহান সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ও  প্রধান অতিথির ভাষণে সম্মেলনের সাফল্য তথা অর্থনীতি বিভাগ এ্যালামনাই এসোসিয়েশনের শুভযাত্রা কামনা করেন ও আশা প্রকাশ করেন যে এসোসিয়েশন তার অভীষ্ট লক্ষ্য অর্জনে সাফল্য লাভ করবে।

You are here: Home About